টুপটাপ শব্দে
জেগে ওঠা ভোরে
এ কার আগমন..... প্রাণের দ্বারে?
শিউলি ঝরা সকালে
দূর দিগন্ত থেকে
ভেসে আসা আগমনী সুর....
কাশফুলের দোলা...
আকাশের গায়ে
সাদা মেঘের ভেলায়
উৎসবের আমেজ।
ঘরে ঘরে আনন্দময়ীর আরাধনার প্রস্তুতি...
বাংলার শরৎ তুমি ধন্য।
ধন্য তব আনন্দ ধারায়।
মন মাতানো উৎসবের প্রাচুর্যে।
আগমনী বিজয়ার সুরে সুরে
প্রকৃতির নবসাজে
তুমি অনন্যা।
আমরা ধন্য তব সৌন্দর্যে
....মাধুর্যে
বিমোহিত এই রূপে।
আনন্দ গানে....প্রাণের ঔদার্যে।
Tags:
বাংলা কবিতা
