নাগাল তো সেদিন পেয়েছিলাম
যেদিন সাহারায় বৃষ্টি হয়েছিল।
যেদিন সাঁতরে পেরোলো আমাজন,
সেদিন কাঞ্চনা বলল "বাতাস ধরেছে,
এবার তোর সুখ আসবে।"
চোখের জলে হেসেছিলাম।
নিবিড় কালো আকাশের সান্নিধ্যে
দেখেছি জন্ম কেমনে মরে।
বৈশাখের লবনাক্ত মাটিতে
পা পুড়ে,মন পুড়ে।
আর,
বিষাদে ভরতে থাকে ভাঙা মনখানা।
ভরুক,
যেদিন উথলে উঠবে,
সেদিন শান্ত গঙ্গার সফেন স্রোতে
ছড়িয়ে দেবো সব তামাশা।
প্রান্তর বুকে রয়ে যাবে
নিশারম্ভের উল্লাশতা।
রাত্রি মুড়ে উঠে আসবেই দিন।
শুধু নাগালের অপেক্ষায়।
Tags:
বাংলা কবিতা
