এক নির্জন নক্ষত্রলোকে পৌঁছে যেতে চাই পিউকাঁহা রব তুলে।
গোধূলির রঙ চিবুকে বয়ে এনে, ইমনসুরে ভুলিয়ে রাখবে এক মেঘবিকেলী মেয়ে।
মন কুঠুরিতে বাসা বেঁধেছে বসন্ত
আলাপী-
তিতাস।
সব সুর তুমি আগলে রেখো।
মল্লার, ললিত আর মালকোষ তো অভিমানে লুকিয়ে।
গান্ধার পরশ করতে চায়, ওই আনমনা আঙ্গুল দুটো।
শুধু, মনের কোনে কোমল রেখাবের একটু জোর ধাক্কা।।
Tags:
বাংলা কবিতা
