অঝোর ধারায় বৃষ্টি যেদিন-
এসো' না- তুমি এমন সময়
বুকের মাঝে দুরু দুরু
মনের মাঝে থাকুক ভয়,
প্রেম দেখব ডাগর চোখে
করব আমরা মরণ' পণ
ভালোবাসার গোলাপি ঠোঁটে-
থাকবে ঘন'ঘন উষ্ণতার-চুম্বন,
চমকে যাবো মেঘের ডাকে
হৃদয়ে তখন মৃদু ব্যথা
অলিরা যাবে ফুলের ডাকে-
শুরু হবে কল্প কথা,
সাঁঝের বেলায় আঁধার রাতে
মাথার পরে খোলা ছাদ
জোনাকি দল আসবে ছুটে-
আলোয় আলোয় দেবে সাথ,
গভীর রাতে এক ফালি চাঁদ
উঁকি দেবে স্বল্প আলোয়
আমরা তখন ঘুমের দেশে
উঠবো জেগে মনের আলোয়,
কখন যে রাত পেরিয়ে যাবে
প্রেম যমুনার সাঁতার সুখে
বৃষ্টি ধারায় ঝরিয়ে যাবে
প্রেমের নেশা আমার বুকে,
অঝোর ধারায় বৃষ্টি যেদিন-
সময় করে এসো না? সেদিন।।
Tags:
বাংলা কবিতা
