কথা : গৌতম মাইতি



তোমার জন্য একটা কথা

জমিয়ে রাখা আছে,

যে কথাটা কখনো তোমায়

বলিনি আমি আগে ।

সেই কথাটা বলবো ভেবেও

হয়নি বলা আর,

কথার জন্য সেদিন থেকে 

মনটা ভীষণ ভার ।

আমার মনের খবর তুমি 

রাখনি কোনো দিন, 

তোমার জন্য এনেছি কিনে 

দশটা সেফটিপিন ।।

Post a Comment

Previous Post Next Post