সবুজ শীতল : শিল্পা ঘোষ




 চারদিকে অতুলস্পর্শী শীতল ছায়ায়,

শত ক্ষত বিদ্রোহের এ প্রাণ জুড়ায়।

চারদিকে ঘিরে থাকা অধীর মায়ায়,

মন বলে উঠে হায়,

আমি যে চির সবুজের প্রান্ত সীমায়।



সবুজ বনানীর নিবিড় ছায়াতলে,

এই নদী মাতার প্রবাহিত লোনা জলে,

পাখিদের হৃদয়স্পর্শি কোলাহলে,

উদ্বিগ্ন সুরে এ মন বলে; হায়

আমি যে চির সবুজের প্রান্ত সীমায়।



সবুজের ঐ প্রান্তরে উদ্দ্যস্ত রাঙা রবি,

যেন আঁকিয়াছে এই বাংলার ছবি,

যেন ভুলাইয়া দিয়াছে বিভেদ পত্তন সবি,

যেন বলিতেছে তাই,

আমি যে চির সবুজের প্রান্ত সীমায়।



গগন তলে সবুজের ঐ হাটে,

ঐ নিস্তব্দ খেয়া তরীর ঘাটে,

ঐ আঁকাবাঁকা তটিনীর তটে,

যেন যেতে চায় এ মন যেতে চায়,

চির সবুজের প্রান্ত সীমায়।



সবুজে সবুজে সাজানো এ ভূমি,

কি মায়ায় ধরিয়া রাখিছ তুমি?

বলো দেখি তাই,

এরূপ সাজাইয়া দিয়াছে কে তোমায়?

সবুজ যেন চির সবুজের প্রান্ত সীমায়।

Post a Comment

Previous Post Next Post