মুনি ঋষির কারখানা আর
স্বর্গরাজের দেশ,
সর্ব জাতের মানুষ থাকে
হয়ে মেলমেশ।
হঠাৎ হঠাৎ গজিয়ে উঠে
পন্ড পাকায় যারা,
এমন পাজি ভারতবাসী
হোলো কেন তারা!
সৃষ্টি কিছু করতে তাদের
ইচ্ছা মোটে নাই,
বোকার মতো ভাবে শুধু
ধ্বংস করা চাই।
এমন কু'শিক্ষা তারা
কোথা থেকে পেলো,
এসব আবর্জনা কেন
ভারতবর্ষে এলো??
Tags:
বাংলা ছড়া
