চেয়ে চেয়ে দেখি ঐ আকাশের দিকে,
ইচ্ছে- মন খুলে দিই ডাক।
সোনালী স্বপ্নের মতো রুপোলী ছন্দে
আমার ইচ্ছেটাও পূর্ণতা পাক॥
সূর্যীমামা বিদীর্ণ বর্ণে পশ্চিমে গেলো পাটে
অবশেষে চন্দ্রদেব দেখা দিলো।
ধীড়ে ধীড়ে সমস্ত আকাশ জুড়ে
সব তারারাই মেলে ধড়লো॥
রুপোলী আলোয় ঝকমকিয়ে চাঁদ
আমার জানলায় দেয় উঁকি।
আমি বললাম এখন একটু দাঁড়াও,
আর কত পথ বাকি?
সে বললো সময় নেই আর
ভোরের মুখে কাটবে আমার রেষ।
বুঝলাম- দিনও শেষ হয়, রাতও চলে যায়,
শুধু হয় না আমার অপেক্ষার শেষ॥
Tags:
বাংলা কবিতা
