সন্ধ্যা রাতে : পম্পা বন্দ্যোপাধ্যায়



অস্তাচলে সূর্য নামে  পাখির আনাগোনায় ,

দিনের আলোর রেশটুকু ওই বালিহাঁসের ডানায় ।

আদিগন্ত আবির মাখা বিহগ ফেরে কুলায়,

নরম আলোর পরশ  দ্রুত পশ্চিমে ওই মিলায় । 


নিঝুম সন্ধ্যা ঘনিয়ে আসে মন্দিরে দীপ জ্বেলে,

মন্দিরেতে আরতি হয় শঙ্খ ঘন্টা ফুলে ।

দূরের থেকে ভেসে আসে স্তবগানের তান ,

মসীলিপ্ত চরাচরে স্নিগ্ধ চাঁদের বান । 


নিদ্রা নামে ধরণীতে স্তিমিত হয় দীপ,

আকাশের ওড়নাতে ভাসে চুমকি তারার টিপ ।

জ্যোৎস্না মাখা রাতে দূরের আকাশ পানে চেয়ে,

ভাবি আসছে আলোর তরী আকাশগঙ্গা বেয়ে।

Post a Comment

Previous Post Next Post