প্রত্যাশামতো : অভিজিৎ পল্ল্যে


 

সেদিনের গোলাপে সুগন্ধ ছিল না প্রত্যাশামতো,

উপড়ে ফেলেছিলাম ,রাগে-অনুতাপে 

তারপর থেকে বরফ জমা শুরু পঙ্গু অন্তরে

কেউ  আর প্রেমের উত্তাপ নিয়ে এলো না ৷


নিবিড় রাত্রে কত প্রহর  জ্যোৎস্নায় ভিজে কাটিয়েছি 

প্রত্যক্ষ করলাম অসংখ্য আলোকবিন্দু আর অন্ধকারের তুমিকে ,

আমার আমিটা চিরদিনই আমাকে ছাপিয়ে গিয়েছে,

এই অভিমানের অবসর এলো না তাই


পিপাসার কালোমেঘ আনাগোনা চারপাশে 

কিছুটা অভিমানে দূরে ঠেলে থাকা

মুক্তি চেয়েছ নীরবে সেও ,  বহুকাল আগে 

তবু কেন দুয়ারে দৃষ্টি ফেলে রাখা ?


আজ বুঝি ,তোমাকে বসন্তে খোঁজা বৃথা 

হয়তো সেদিনই বসন্ত নিয়ে এসেছিলে তুমি

নিজের ইচ্ছায় যে কোনোদিন ফিরে এসো, যেকোনো সময় 

আর তোমায় সময় বলে দেবো না ।


দহন অব্যাহত অন্তরে - বাহিরে,

শুধু দৃষ্টিকে বাঁচিয়ে রেখেছি গভীরে 

মনের জানালায় উঁকি দিয়ে দেখো

বসন্ত এসেছে নীরবে ৷

1 Comments

Previous Post Next Post