শিক্ষা : গৌতম মাইতি

 


কোথায় থাকিস, কোলকাতাতে!

কোন দ্বীপেতে ঘর তোদের?

গিয়েছিলুম বর্ষাকালে

খেয়েছি জল দু-চার সের।

রাস্তাগুলো নদীর মতো

এদিক ওদিক যায় বেঁকে,

জলের রাশি উপছে গিয়ে

রাস্তাকে সে দেয় ঢেকে।

কোথায় আছে খানাখন্দ

গর্ত কিম্বা নর্দমা,

জানতে পেলে সাঁতরে যেতুম

গর্তে পা আর পড়তো না।

চললে গাড়ি জলের ঢেউয়ে

সামলে হাঁটা ভীষণ দায়,

তাই তো ভাবি কোলকাতাতে

আছড় খেতে আর কে যায়।।

Post a Comment

Previous Post Next Post