তুমি এসো মা : পার্থ বাগ্দি


 

দুচোখ মেলে দেখো না 

আজ বিশ্ব ছুঁয়েছে করোনা।

 মা দুর্গা তুমি করো তার প্রতিকার

 তুমি এসো মা, তুমি এসো মা।


 দশ হাত তুলে পৃথিবীর কোলে 

তুমি  নয়ন  জ্যোতি মিলে ।।

 পৃথিবীতে করো  সূচি পবিত্র মা।

 জীবনের প্রাণে দাও সুখের পূর্ণতা।


 আকাশ বাতাস আজ খেলে উঠুক

 শতশত গাছে নানা ফুল ফুঠুক।।

পৃথিবী হোক শান্ত তোমার আশীষে মা

 তুমি এসো মা, তুমি এসো মা।।

Post a Comment

Previous Post Next Post