ভো ও কাটটা ভো ও কাটটা
চ্যাঁচায় না কেউ আর,
ল্যাপটপ আর মোবাইলে চোখ
কাজ করে যার যার।
সুতোতে কেউ মাঞ্জা দেয় না
ওড়ায় না কেউ ঘুড়ি,
কাটা ঘুড়ি ধরতে যায় না
করে না মারামারি।
ছোটবেলার আনন্দ আজ
এখনো মনে পড়ে,
এই যুগের ছোট ছেলেরা
পড়েই থাকে ঘরে ।।
Tags:
বাংলা ছড়া
