রঙের সাজে মেতে উঠেছে আজ এই প্রকৃতি।
এই রং জ্বলে উঠেছে বাঙালির ঘরে ঘরে l
কোকিলের কুহু রবের আভাসে,
ভেসে উঠেছে বসন্ত অনুভব এর ধারা l
এই রঙ যেন সাত-রঙা রামধনু কেউ হার মানাতে সক্ষম।
অশোক ও পলাশের সৌরভে মেতে উঠেছে প্রকৃতি l
অনুভূতির উষ্ণ চাহনির রঙে l
মিলেমিশে একাকার হবে আজ এই প্রকৃতি,
সবকিছুই যেন আবছা হয়ে যাবে l আজ রঙের কুয়াশাতে এটাই যেন বসন্ত আগমনের বার্তা l
Tags:
বাংলা কবিতা
