আজও সে প্রাসঙ্গিক,
আমি আজও তার ছায়াসঙ্গী
কোন এক অমোঘ আকর্ষণে...
তুমি প্রকৃতি বড় ভালোবাসো,
তাই প্রাত্যহিক গন্ডিবদ্ধতার
বাইরে গিয়ে আকাশ খোঁজ।
মুক্তির আনন্দ উপভোগ কর
পরিজন বেষ্টিত হয়ে,আর আমি তা অনুভব করি।
প্রথম বৃষ্টি ভেজা দিনের সেই
পরিপাটিহীন তারুণ্য
আমার হৃদয়ে নাড়া দিয়েছিল।
সেই স্মৃতি আজও অমলিন,
প্রথম বৃষ্টি যখন পৃথিবী কে স্পর্শ করে
আজও ফিরে যাই সে সময়ে,যেখানে
স্বপ্নের আবছা বুদবুদ হয়ে রয়ে গেছ।
মন্ত্রমুগ্ধ আমি বারবার ছুটে গেছি
অজানা আকর্ষণে।
কামহীন ক্রোধহীন প্রত্যাশাহীন
কোন এক অনুভূতির টানে
সেই হলুদ প্রজাপ্রতির সৌন্দর্যে
আমি আজও মুগ্ধ।
বিধাতার ইচ্ছায় কোন না কোন ভাবে
তোমার ছায়াসঙ্গী হয়ে রয়ে গেছি।
এটা কি অনধিকারচর্চা?
হয়ত তাই....তবু...তবু...
আমি তোমার চোখেই আকাশ খুঁজি
এভাবেই জুড়ে গেছ বহুদূর থেকে
আমার মননে।
Tags:
বাংলা কবিতা