অ-রূপকথা : পবিত্রজ্যোতি মন্ডল


 

রাত্রি প্রায় ১২ টা ৩০ মিনিট, একটি ছোট্ট লেখা শেষ করে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে খবর পেলাম আমার ঠাকুমা (বয়স: ১০০+) চিরঘুমের দেশে পাড়ি দিয়েছেন। আর কাকতালীয় ভাবে প্রায় একই সময়ে। আশ্চর্য সমাপতন.... 


সন্ধ্যে হতেই শহর জুড়ে জ্বলছে হাজার আলো, 

আলোর বানে ভেসে গেল রাতের আঁধার কালো। 

চোখ ধাঁধানো আলোর সাজে রাতের শহর জাগে–

নীলকমল জাগে না আর লালকমলের আগে। 

মধ্য রাতেও যাচ্ছে শোনা মোটর গাড়ির আওয়াজ, 

তাই নিঝুম রাতে আসে না আর রাজার পক্ষীরাজ। 

রাতের আকাশ কাঁপিয়ে বিমান করছে ওঠানামা

ভয়ের চোটে আসে না আর ব্যাঙ্গোমী-ব্যাঙ্গোমা। 

বুদ্ধু-ভুতুম পালিয়ে গেছে কবেই শহর ছেড়ে–

মামদো ভুত আর শাঁকচুন্নী, সবাই গেছে হেরে। 

ফুলের মতন খোকা-খুকুর বিনিদ্র রাত কাটে, 

ঠাকুমা তাঁর ঝুলি নিয়ে– থাকেন অন্য ফ্লাটে। 

Post a Comment

Previous Post Next Post