সাম্প্রতিককালে যা অবিশ্বাস্য গতিতে ঘটে গেল তা বিশ্বজুড়ে এক হতাশা, আতঙ্ক আর বেদনার জন্ম দেয়।গত পনেরই আগস্ট স্বাধীনতা দিবসে আমরা যখন গবির্ত -সুরক্ষিত বোধ করছি, সেই সময় ই পড়শিদেশ আফগানিস্তানে ভয়ঙ্কর তালিবান আগ্রাসন যেন সকলের ঘুম কেড়ে নিল।আমাদের দেশে ও সেই আঁচ এসে পড়বে।একে তো বিগত দু বছর ধরে মহামারী করোনার ত্রাস সারা বিশ্বে ভীতির সঞ্চার করেছে। এর ছোবলে লক্ষ লক্ষ মানুষের যেমন অকালে জীবনহানি ঘটেছে তেমনি কর্মহীনতা,দারিদ্র্য আর অনিশ্চয়তা সকলকে ব্যাতিব্যস্ত করে তুলেছে ।শুধু রাষ্ট্র নিয়ে যারা কলকাঠি নাড়ে তাদের শক্তি বৃদ্ধি অথবা দাবার চাল আরও ক্ষুরধার হয়েছে ।এই সঙ্কট কালে তালিবানের মতো দুর্ধর্ষ, নিষ্ঠুর জাতির শক্তি বৃদ্ধি এবং কাবুল দখল করে অত্যাচার স্তম্ভিত করে দিয়েছে ।খবরের চ্যানেলে এ কথা শোনা মাত্র আমার মনে পড়ে গেল লেখক খালেদ হোসেনির লেখা A Thousand splendid suns বইটির কথা।যার পরতে পরতে আছে তালিবানের নির্মম অত্যাচারের বর্ণনা ।শিউরে উঠতে হয়।কলকাতার কাবুলিওয়ালা থেকে শুরু করে আমাদের দেশে আশ্রয় নেওয়া আফগানদের কান্না, উৎকন্ঠা স্পর্শ করে গভীরভাবে ।জানি না এর শেষ কোথায়? বিশ্বের শুভবুদ্ধিসম্পন্ন মানুষ ও আন্তর্জাতিক মহল এ বিষয়ে তৎপর হলে হয়তো কিছু পথ বের হতে পারে ।সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা মেয়েদের। আফগানরা তালিবানদের চায়না, তারা তো চায় উন্নয়ন ।কয়েক বছরের প্রচেষ্টায় একটু একটু করে এগিয়েছিল। কিন্তু পুনরায় তালিবান শাসনে অন্ততঃ একশ বছর পিছিয়ে যাবে।যা আধুনিক সভ্যতার পক্ষে বিপজ্জনক ।এখন দেখার বিষয় সাধারণ আফগানদের মানবাধিকার রক্ষায় শান্তিকামী দেশগুলি এগিয়ে আসে কিনা!
Tags:
বাংলা প্রবন্ধ
