রক্তলেখা : তাপস কয়াল



আমার নীরবতা দেখে-

বুঝবে না কোনদিন

বুকের মাঝে ধু ধু মরুভূমির সীমারেখা,


আমার ছল ছল চোখ দেখে-

জানতে পারবে না 

এ বুকের সমুদ্রতল,


তোমার থেকে দূরে থাকার মানেটা- বুঝবে না 

গভীর হৃদয়ে কতটা ফাটল,


আমার থমকে যাওয়া দৃষ্টির মাঝে- ফুটবেনা

পাহাড় সমান জমে থাকা  স্বপ্নের ধ্বংসস্তূপ,


তোমাকে বোঝাতে চাই না কোনদিন

যারা ভালোবাসে- তারা ভালবাসা কে জয়ী করে

নিজেরা হারে চিরদিন।।

Post a Comment

Previous Post Next Post