ভাই বোনের অটুট বন্ধন
জড়িয়ে রাখির সাথে
বোনের ভালোবাসা প্রস্ফুটিত হয়
দাদার রাখি পরা হতে।
সারাবছর খুনসুটি
আর দুষ্টমিতে ভরা
তবুও দাদার চাই যে
বোনের হতেই রাখি পরা।
দাদার দীর্ঘায়ু কামনায়,
ব্রতী হয় বোন,।
এই ভাবেই ঘরে ঘরে,
উজাপিত হয় রাখি বন্ধন।।
Tags:
বাংলা কবিতা