একদিন আঁধার শেষে যখন উদিত হল
ভোরের আকাশে ম্লান আলোয় ।।
আমি তখন তাকে দেখতে পেলাম না
আমার চোখের আলো তখন নেমে গেল সহসাই।।
দুচোখ ভরে বেদনা বর্ষা ঝরে পরলো
প্রকৃতির মাধুরী রুপ আর দেখতে পেলাম না।।
তাকে আমি বেসেছিলাম ভালো
তাকে নিয়ে করেছিলাম অনেক উপমা তুলনা।।
তাকে নিয়ে লেখা আমার জীবন কবিতা
ও আমার প্রিয়তমা সুন্দরী সবিতা
তুমি কি আর আমায় ভালোবাসবে
আগের মত আমি আর দেখতে পাই না তুমি জানো তা।।
না গো না তুমি আমার চোখে দেখবে
আমার ভালোবাসায় তুমি বাঁচবে।।
আমি জ্বালাবো তোমার চোখে নতুন সূর্য দীপ
তোমার অন্তরে বয়ে আসবে মৌসুম
আজ বসন্তের তোমার মন প্রাণ ফুলে ফুলে রঙে রঙিন সজ্জিত
ওগো আমার প্রিয়তম।।
Tags:
বাংলা কবিতা