ঘুরিছে যুগের চাকা, বন বন বন,
তার সাথে ঘুরিছে, আমাদের মন।
ব্রেক দিলে গাড়ির চাকা কিছুক্ষণ থামে,
কিন্তু যুগের চাকা কভু নাহি নামে।
মনটাও মানেনা বাধা, ছুটে ছুটে যায়,
তবুও সে কি আহা ঈপ্সিত পায়?
না পেলে তবুও ছোটে বাধা মানে না,
চিন্তার সবুজ রস থেমে থাকে না।
Tags:
বাংলা কবিতা