মনের মন্দির : শিল্পা ঘোষ


এক মহিলা মন্দিরের পূজারীকে সাফ জানিয়ে দিলেন, " এই মন্দিরে আমি আর কখনও আসব না "
"পূজারী" জিজ্ঞাসা করলেন কারণটা কি   জানতে পারি?
মহিলা বললেন  -মন্দিরের পরিবেশটা এখন আর আগের মতো নেই, একদম আমার ভালো লাগেনা,। মন্দিরে এসে মানুষের মোবাইল কথা বলা, প্রেম, গল্প ,আড্ডা, এসব দেখতে আমার একদমই ভালো লাগে না।
পূজারীর কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আপনি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আমার একটা কথা মানবেন?
মহিলাটি বললেন ,"কি বলুন"!
পূজারী বললেন, একটা জলপূর্ণ গ্লাস হাতে নিয়ে আপনাকে দুইবার এই মন্দির প্রদক্ষিণ করতে হবে , পারবেন তো? তবে এক ফোটা জল যেন গ্লাস  থেকে বাইরে না পরে।"
মহিলাটি বললেন," পারব"। 


মহিলাটি হাতে জলপূর্ণ গ্লাস নিয়ে দুইবার মন্দিরটি প্রদক্ষিণ করলেন। একফোঁটা জলও গ্লাস থেকে নিচে পড়েনি,
প্রদক্ষিণের শেষে পুরোহিত মহিলাটিকে তিনটি প্রশ্ন করলেন..???
আপনি কি মন্দির প্রদক্ষিণের সময় কাউকে মোবাইল ব্যবহার করতে দেখেছেন? 
আপনি কি কাউকে গল্প করতে লক্ষ্য করেছেন?
কাউকে কি বাজে কোন কাজ করতে দেখেছেন?


মহিলাটি বললেন আমি এই সবকিছুই লক্ষ্য করিনি, কারন আমার পুরো মনোযোগ জলের গ্লাসের উপর ছিল, যাতে এক ফোটা জল গ্লাস থেকে নিচে না পড়ে যায়।


পূজারী বললেন আপনি যখন মন্দিরে আসবেন তখন আপনার পূর্ণ মনোযোগ ভগবানের উপর স্থাপন করবেন। দেখবেন একমাত্র ঈশ্বর ছাড়া বিশ্বের কোন অপ্রিয় জিনিস আপনার নজরে আসবে না, এটাই হল আসল সত্যি কথা।



 

Post a Comment

Previous Post Next Post