শহরের জীবনের এই কোলাহল একঘেয়ে করে তুলছে জীবনকে
একরাশ মনখারাপ যেন চেপে ধরেছে মনকে।
খোলা আকাশও পথভ্রষ্ট বাতাস গতিহারা।।
সবুজের সুন্দর আজ ফ্যাকাশে
ছাদের টব হাসে মুখ তুলে আকাশে।
ইঁট-কাঠ-পাথরের ইমারত
যেন তার মাঝে হারিয়ে ফেলি জীবনের গতিপথ।
আকাশের পানে খুঁজি আপন, পরিজন।।
নেই নীল অনন্ত আকাশ বাতাস পাখি
সূর্যের এক চিলতে রোদ যেন সারা গায়ে মাখি।
অনুভূতিহীন শহুরের ভীড়ে ক্লান্ত আমি
গ্রামের মুক্ত প্রকৃতি সবার দামি।
সবুজের মাঝে সেজেছে মন
পৃথিবীর বুকে যেন ঝড়ে পড়ে শ্রাবণ।
চাই না তো শহরের বদ্ধ ঘরের বদ্ধ জীবন
উদার আকাশ মুক্ত বাতাস যেন ছুঁয়ে যায় মন।
Tags:
বাংলা কবিতা

