সময় কখনো তোমার কখনো আমার
ভরা নদীতে ভাসিয়ে দিলাম ডিঙ্গি
অনেকদিন বাঁধা ছিল যে সে ।
সময় আসলে কারোর নয়
ও টা ধারাবাহিকতা
ভেসে চলে যাই খড়কুটো র মতো ।
মনের ওপর শুধুই রংএর প্রলেপ
কি রং ? সে টা বোঝাটাই কঠিন
কোমলতার আস্তিন খুলে রেখে
উদগ্র ক্রোধ হিংস্র কুটিলতা ।
এখন আছি আবার আসবো ফিরে
বদল শুধু খোলনলচে টায়
কি এনেছি কি পরিচয় জানি
সবকিছুই তো শূন্যে ভেসে যায় ।
শূন্য থেকে যে যাত্রা শুরু
প্রবল স্রোতে শূন্যেই তার শেষ
যা কিছু মনে বোঝা করে ফিরি
সোনার তরী তে তার নেইকো রেশ । ।
Tags:
বাংলা কবিতা

