প্রিয়ে তুমি নীরব কেন ---
গোপনে ফেল চোখের জল!
পাপড়ি হীন ফুল কি ফোটায়---
কখনও সৌরভ হীন দল!
কাজল চোখের অশ্রু মেখে----
প্রিয়ে তুমি যাও দূরে চলে।
সূর্য কি ঘুমায় কখনও-----
দিনের শেষে চাদের কোলে।
ভাঙা মনের সুর ঝঙ্কারে----
তুমি ফিরে ফিরে চাও কি!
আমারই আবেশে দেখেছ কি---
তুমি রাত ছাড়া জোনাকি!
শুষ্ক ঠোঁটের মুচকি হাসিতে
তব হাত যদি না ধরি----
তুমি বলো প্রিয়ে থাকে কি
কখনও স্বরগ ছাড়া পরী!
তোমার স্পর্শ এ অভিভূত মনে
নাই বা পেলাম সাড়া-------
বক্ষ মাঝে হৃদয় জুড়ে তুমি
আকাশ ছাড়া তারা!
শীর্ণ বাধনে ক্লান্ত তুমি তাই
আর ফিরে না চাই------
জানোতো তুমি আপন গতিতে
নদী মিলবেই মোহনায়।
আমি শেষ খুশির দুখটুকু নিয়ে
আজও আছি তোমায় ঘিরে
কালো মেঘে বিদ্যুৎ আসবেই
আকাশের বুক চিরে।
Tags:
বাংলা কবিতা
