মন তরঙ্গ : শান্তনু রায়


কান্না মাখা বুকের পাজরে জ্বলে আধার বাতি

তোমার কাজলে মগ্ন দুচোখে হারানো হৃদয় সাথী। 

ফিরে গেছে বিষাক্ত আঘাতে প্রেমের বাধন ছিড়ে

সিথিতে সিদুর রাঙানো চরণ ফিরেছে নিজ নীড়ে। 


যন্ত্রনা তার আজও হাজার সাজেনি সোহাগী সুর

স্নিগ্ধ গঙ্গায় নীরবে বিদায় ফিরে যায় বহু দূর। 

বোঝেনি তার অবুঝ মন ভাঙা গড়ার খেলা

শেষ দেখা বিষন্ন আলোকে মৃত্যু মিছিল মেলা। 

সুখ যেন অশ্রু হয়ে কণ্ঠে আসে হাজার ঢেউ

নির্জন তাই নীরব শ্মশানে বসে নেই আর কেউ। 

চলেছি আমি তোমার কাননে খুজি বিরহে ব্যথা 

মনের আঙিনা ভেঙে যন্ত্রনা প্রেম মিলনে গাথা। 

তোমার আচলে ঘুঙুর বাজে অঙ্গে সুধার ধারা 

ডেকেছি আমি করুণ সুরে পাইনি তোমার সাড়া। 

নির্ভয়ে ভয় মানলো পরাজয় ভাসে আবেগী স্রোতে 

নিভে প্রদীপ জুড়ালো জ্বালা দগ্ধ করল ক্ষতে। 

একাকী ভুলে এলোমেলো চুলে জলসায় মন তরঙ্গ

হারিয়ে বুঝি বারবার খুজি তোমার হৃদয় সঙ্গ।

Post a Comment

Previous Post Next Post