সুর আসে না : শান্তনু রায়


রক্ত করবী ফুটেছিল বনে

তোমারই স্নিগ্ধ চঞ্চল মনে

সহসা কোথায় হারিয়েছে হায়। 

ধ্রুবতারা তার ক্লান্ত চোখে

অস্তিত্বহীন মর্মশোকে

শেষ শয্যায় রয়েছে নির্দিধায়।। 


রক্তিম সূর্য ছিল অস্তাচলে

মৃত শিশু মায়ের কোলে

ভাঙা গীটার ও হারিয়েছে ছন্দ। 

তারারা ছিল রাতের আকাশে

ধূলোবালি মিশে মহাকাশে

মৃত্যু শ্মশানও রয়েছে আজ বন্ধ।। 


রঙিন পাখিরা পায়নি ঘর

ফুলের দল হয়েছে পর

স্রোতহীন নদী লুকিয়েছে অগোচরে। 

প্রজাপতি তার ছিন্ন ডানায়

সাজানো ঘর স্বপ্নে বানায়

পৃথিবী শুধুই আনমনে খেলা করে।। 


রক্ত মিশেছে হৃদয়ে

স্বপ্ন বেড়েছে নির্দয়এ

রাত জাগা চোখে ঘুম আসে না। 

চেনা সুর অচেনা বেশে

রক্ত ওঠে শুধুই কেশে

হারানো হৃদয়ে সুর আসে না।। 

Post a Comment

Previous Post Next Post