নির্দয় নির্জনে : শান্তনু রায়


চলে যায় দূর অজানাই মনের বাধন ছিড়ে

পাখি তার হৃদয় বাসায় কাদছে নদীর তীরে। 

জীবন সে তো লুকিয়ে থাকে পদ্ম পাতার কোলে

সন্ধ্যা হলে আধার দেশে যাবেই সে তো চলে। 


নিঝুম দেশের তারারা আকাশে আলোর প্রতিক্ষায়

জীর্ণ বুকে ক্লান্ত দুচোখে বেচেই থাকা দায়। 

সোহাগী আচল ভরেছে নারী দিনের বেলা শেষে

ভুলে যায় হারানো স্মৃতি জড়ানো ভালোবেসে। 

মরন তোকে দিয়েছে ডাক রাঙানো সিদুর ফেলে

শশী মুখ ডুবেই যাবে সূর্য কাছে এলে। 

নীরব পাতা ঝড়ছে কত লুকিয়ে চোখে জল

নিজের ভেবে বাধবি যারে সে ভাঙবে মনের ঘর। 

হেরেছে অভিমানী মনে হাজার অভিযোগ শত

উপহার দিয়েছে দ্বারে বেদনার মরণ ক্ষত। 

নির্দয় নির্জনে বসে আজও কলঙ্কী হাসে কাদায়

বিষন্ন রজনী শেষে সাগরের ঢেউ হৃদয় ভাসায়। 

Post a Comment

Previous Post Next Post