আমি এক ছিন্ন পাষাণ তুমি দূর পাহাড়ের স্বর্ণ চূড়া
কোমল অঙ্গে গয়না পড়া।
কানে শুনি তব পদধ্বনি তুমি মোর নয়নের মনি
তুমি স্বর্ণ বসনে ভরা।।
তুমি শত প্রেমিকের কান্না তুমি আমার চোখে স্বপ্ন
এলোচুলে আর্তনাদে মগ্ন।
দূর হতে তোমায় দেখি নীরব চোখে রাত্রি জাগি
হৃদয় এক সুরেতেই ভগ্ন।।
তুমি সকলের তাজমহল শুধু আমার মমতাজ
পড়েছ শুভ্র শ্বেতের সাজ।
আমি ভালোবেসে ডাকি এত শয়ে শয়ে দেখছে কত
বুঝি নেইকো তোমার লাজ।।
আমি রক্তে রাঙানো ছবি তুমি ভেজা চোখে ঘুম
নির্জন মনে রাত নিঝুম।
হৃদয় প্রহরী সজাগ বীর তোমার প্রেমে নমিছে শির
নীরব রজনী নেমেছে ধূম।।
আমি প্রেমের শেষ কবিতা তুমি জীর্ণ পাতায় উপন্যাস
আমার চরণ তোমার সর্বনাশ।
প্লাবিত মনে শত নীরবতা তোমার হৃদয়ে জাগে ব্যথা
ছন্দ কঠিন প্রেমের গ্রাস।।
আমি হাওয়ায় ওড়া বালু তুমি সিক্ত চোখের জল
ফুলেরা যদি হারায় দল।
জীর্ণ মহাকাশে আঁকা ছবি নব প্রভাতে ওঠে না রবি
সৃষ্টি তার হারাবে তল।।
