যদি ফিরে আসি : শান্তনু রায়


যদি ফিরে আসি শত জন্ম পরে

বিষন্ন অনুভবে তোমার মনের ঘরে, 

সেদিনে হারানো তোমার অভিযোগ যত

নির্দয় হৃদয়ে করেছে নির্লজ্জ ক্ষত। 


যদি ফিরে আসি সাত সাগরের তীরে

উড়ে যাওয়া পাখি সন্ধ্যায় ফিরবে নীড়ে, 

অঙ্গ শোকে মোহনার অশ্রু বহে ধীরে

শেষ শয্যা আশীষ দিয়েছে শিরে। 


যদি ফিরে আসি ক্লান্ত পাখি হয়ে

স্নিগ্ধ চঞ্চলা পায়ে সুরের ঘুঙুর বেয়ে, 

চলন্ত যৌবন উদ্যম গতি ফিরে পায়

পথ ভোলা পাথর বুকে ক্ষয়ে যায়। 


যদি ফিরে আসি প্রেয়সী তোমার জন্য

ঝড়ে পড়া ফুলের পৃথিবী সুরভী শূন্য, 

চোখ মেলা বাহার দেখা পায়না আর

জীর্ণ বুকে তুমি ফিরবে কি আবার। 


যদি ফিরে আসি নির্মল বাতাস মেখে

চিনবে তুমি প্রিয়ে আমায় একটু দেখে, 

হয়তো ভুলে যাবে মায়াবী প্রতিক্ষায়

তোমার পথ চেয়ে আজও অপেক্ষায়। 

Post a Comment

Previous Post Next Post