চোখ তার যাযাবর সোহাগে বেধেছে ঘর
নিরুপম কাজলে মাখা প্রেমের ই যন্ত্রনা।
স্বপ্নের স্মৃতি দোলে বাস্তব অতীত বলে
অনুভব কাছে আসে অন্তরে ক্ষুব্ধ সান্ত্বনা।।
আঁচলে ফুলের দল আঁখি জলে টলমল
শুষ্ক শিকড়ে ভরে তপ্ত বেদনার বালি।
স্নিগ্ধ পরশ অঙ্গে বেঁচে থাকা মৃত সঙ্গে
অক্ষত হৃদয় জুড়ে ছড়ালো কলঙ্ক কালি।।
অসহায় মানবী মন লুকিয়ে রয় যতক্ষণ
নির্দয় যৌবন করে বেলাশেষে নগ্ন নির্যাতন।
করুণ সুরে বাঁশি স্বপ্ন ধোঁকে রাশি রাশি
দুনিয়া গড়ে বক্ষ চিড়ে সাধের সবুজ বন।।
অভিমানী মন কাঁদে গ্রহণ লেগেছে চাঁদে
মায়াবী হাওয়া মাতে উপোষী রূপোলী নেশায়।
সাগর ফিরছে নীড়ে মৃত্যু কোষ বাড়ছে ধীরে
মোহনা নীরব স্রোতে ভাসে আলোক দিশায়।।
Tags:
বাংলা কবিতা
