কত বাসব ভালো আর : শান্তনু রায়


হাতের বাঁশি নুইয়ে পড়ে দুনয়নে অশ্রু ঝরে

রুক্ষ বায়ু বহে অনিবার। 

ভগ্ন প্রেমের কুটির নিয়ে হৃদয় চড়ে আগুন দিয়ে

কত বাসব ভালো আর।। 


তুমি রইবে সুদূর পানে একাকী এক স্তব্ধ মনে

হৃদয় দেশের জানলা খুলে দিয়ে। 

তোমার সুখের স্বপ্ন আমার রাত্রি জাগে সুখে তোমার

রক্ত আঁখির রাঙা চরণ নিয়ে।। 


জনহীন এক দেশে বাঙালী বধূ সেজেছে নতুন বেশে

তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ জ্বেলে। 

আকাশ হতে আসল পরীক্ষা স্বর্ণ রৌপ্য দুহাত ভরি

মর্ত্যে ঢালি, গেলো পেখম মেলে।। 


নিঝুম রাতের তারারা ছাড়া ভাবলে তুমি চিনলো কারা 

আঁধার মনের নৌকা খানি বেয়ে। 

নিদ্রাহীন আমার চোখের তুমি জীবন সম দামি

স্বপ্ন সুখী তোমায় কাছে পেয়ে।। 


দিনের শেষে রাতও আসে সূর্য ঢাকা তারই পাশে

ফুলেরা স্মৃতি হয়ে রয়ে যায়। 

ভাঙা গড়ায় ব্যর্থ মন আবার আমি আসব যখন

জনম জনম যেন তোমাকেই পাই।।

Post a Comment

Previous Post Next Post