শেষ রজনী : শান্তনু রায়


প্রেম পিয়াসের কৃষ্ণ চূড়া আকাশ কালো মেঘে

কাজল মাখা চোখ দুটি আঁধারে গিয়েছে ঢেকে। 

পৃথিবী যদি শেষ হয় গো তোমার করুণ সুরে

না পারি রইতে আমি তোমার থেকে দূরে।


আকাশের বুকে শশী তারা বাতাস বইবে ঝড়

নিঃস্ব বুকে মনের জ্বালায় হয়েছি তোমার পর। 

তোমার সুখের বিশ্ব জুড়ে বাজে, যে চেনা সুর

আমায় বেসেও ভালো তুমি আজ এত দূর। 

বসন্ত আজ সৃষ্টি ছাড়া ঝড়িয়েছে কত ফুল

নদী কি তাই শান্ত ওগো ভেঙে তার দুই কূল। 


তোমার কাছে হাত বাড়িয়ে রয়েছি আমি আজ

নিথর দেহে পড়েছ আজ শেষ বিদায়ের সাজ। 

তোমায় জড়িয়ে হাহাকার শিহরে জ্বলেছে ধূপ

নয়নে বাড়ছে অশ্রুধারা তবু তুমি নিশ্চুপ। 

তোমার রজনী সাঙ্গ হল এবার আমিও যাই

নীরবে যদি ওই প্রতিমা একবার খুজে পাই। 

অস্থি হীন শরীর জুড়ে ঝড়ছে মনের চোখে জল

ছিন্ন ডানায় সবুজ পাখি শুধু তোমাতেই দুর্বল। 

Post a Comment

Previous Post Next Post