গোধূলি আধারে মায়াবীর মায়া জালে
ক্লান্ত পৃথিবী রূপকথা।
রঙিন বসন্ত আঙিনায় দাড়ায়ে
হৃদয়ে বিরহ ব্যথা।
তুমি মনের মাঝে মোর জীবন ঘিরে
শেষ হয় হোক বরষা
নব হৃদয়ে সহসা
ঘনায় বিরহ বিধূ আজও তোমার শুধু
স্নিগ্ধ মিলন ভরসা।
মনের দুয়ার খুলে দিয়েছি সাথী আমার
অগ্নি জড়ুক শিরে।
ছেড়া ফুল যদি পড়ে তৃণ দলে তবে
শিশির পড়ুক ধীরে।
শরতের মৃদু বাতাসে আধো ভেজা চুম্বন
শীর্ণ বাধন ভাঙে যদি
তোমার চোখের অশ্রু নদী
গন্ধ হীন প্রেমের গোলাপ নির্জন বাতাসে ফোটে
চাদ বিনা পূর্ণিমা তিথি।
নীরব পরপারে প্রেমের স্বপ্ন দেখা
রাত কাটে সুপ্ত নয়নে ।
আমি শশধর বেশে গড়ব নতুন পৃথিবী
বাচি গো এই ভুবনে।
তুমি সোহাগে শীতল অন্ধ বালুচর
মুক্তোর মালা গলে
ভিজেছ চোখের জলে
অবাঞ্ছিত আলিঙ্গন তোমার স্তব্ধ যৌবন
মনের ই কোনে দোলে।
শ্মশানের চিতাকাঠ কবরের তাজামাটি
করুন সুরে গান গায়।
আপন হৃদয়ে ভষ্ম ভালে চন্দনের ফোটা
এ আমার শুভ পরিণয়।
তুমি চলে তো যাবে গুঞ্জরী বিরাগ রাগে
উদাসীনী অম্লান বদন
ক্লান্ত প্রজাতির গুঞ্জন
অনুক্ষন বায়ু বহে তরী আসে ঘাটে
হারিয়েছি আমরা দুজন।
