আমিও হারছি : শান্তনু রায়


শিউলি ফোটা বিকেল বেলা

এক সাথে হেটে দুই পা চলা

নিশ্চল চোখে চোখ রেখে

সৃষ্টির সুভাষ শরীরে মেখে

করি অঙ্গিকার

নিস্তব্ধ স্বীকার। 


জোনাকি জাগে মধুর রাতে

গোলাপ দিলাম তোমার হাতে

বিষন্ন সুর অবিরাম ডাকে

ধ্রুবতারা শুধু চেয়েই থাকে

নিসঙ্গ যন্ত্রনায়

অবাধ কল্পনায়। 


সাগরের ঢেউ নরম প্রভাতে

জীবন পথিক একই সাথে

নিস্তব্ধ দুনিয়া যত্নে বানায়

নবপত্র নীরবে জানায়

রামধনু ফ্যাকাশে

রবি নেই আকাশে। 


প্রেম নাকি অনেক প্রাচীন

শেষ হয় স্বপ্নের দিন

ক্লান্ত পাখিরা ফিরেছে ঘর

জন্ম যেন মিথ্যা যাযাবর

আসে যাবার বেলা

শেষ জীবন খেলা। 



Post a Comment

Previous Post Next Post