আমায় ক্ষমা করো : শান্তনু রায়


হৃদয়ের কোনে তোমায় যত্নে বেসেছি অনেক ভালো

আঁধার জীবনে কাটছে দিন হাজার প্রদীপ জ্বালো। 

বিষজ্বালা অন্তরে প্রেমের প্রান্তরে তুমি যে শুকতারা

যৌবনের স্নিগ্ধ আলিঙ্গনে কণ্ঠ পীড়ায় ঢালো মৃত্যু সুরা। 

পথেরই বাকে তুমি জড়িয়ে যাকে চলেছ অভিসারে

আর একবার যেন দেখা হয় মৃত্যু নদীর পারে। 


বাঙালি বধূ অসহায় শুধু সিথিতে সিদুর মেখে

উদ্বিগ্ন শরীরে কত ব্যকুলতায় প্রেমকে জড়িয়ে রাখে। 

হাসি মুখে অন্যের সুখে তুমি নিজেকে নগ্ন করে

সাজিয়ে যাও কর্তব্যের সংসার যৌবনের রঙ ভরে। 

তোমার স্বপ্নে ক্ষমার গোপনে বালিকা বধূ সাজে

ভালোবাসা মনে মেখে মৃত্যু সুর শরীরে যেন বাজে। 

আমি স্বার্থপর অসহায় যাযাবর তোমার করুণা চাই

শত যন্ত্রনা হৃদয়ে গেথে প্রেমলোকে একটু জায়গা পাই। 

রঙিন মনে হাজার স্বপ্নে ভেঙেছি তোমার ঘর

সব হারিয়ে বিদায় বেলায় হলাম আমি পর। 

মিলনের স্বর্গে মনের দুর্গে খুজব তোমায় কত

এসে শুধু ফিরে ফিরে যায় বর্ষার মেঘের মত। 

তোমার অঙ্গে আমার সঙ্গে একবার জড়িয়ে ধরো

ক্লান্ত অনুভূতির শেষ বিদায়ে আমায় ক্ষমা করো। 

Post a Comment

Previous Post Next Post