মনের বয়স : সঞ্জয় কুমার চ্যাটার্জী


 

মায়ের মধুর 'পাড়া জুড়ালো ' গানের সুরে ঘুমিয়ে পড়া ,

সেটাই হলো আপন মনের বয়সের প্রথম হিসেব ধরা।

হাতে খড়ির খড়ি হাতে, শুরু হল জানার জন্য মতি,

চাপ দিয়ে বাড়তে থাকে চেতনা রতি রতি।

কৈশোরের পাওনাগুলো পাওয়ার জন্য করে খুনশুটি,

মনের বয়স থাকে নি থেমে, সে নিজেকে করছে পরিপাটি।

যৌবনের প্রথম ভালোলাগা অজান্তেই পরিনত হয় ভালোবাসায়,

মনের বয়স তখন শাড়ির ভাঁজে বা গোপের রেখায়।

বাড়তে থাকে চাপের মাত্রা, সঙ্গে আবেগও পাল্লা দিয়ে বেড়ে চলে,

আধ মরা ইচ্ছে গুলোর প্রকাশ ফুটে সঠিক মনের দেখা পেলে।

পাপড়ি গুলো খোলা থাকে বাতাসের পরশ কখন আশে,

মন তখন বয়সের দৈর্ঘ্য মাপে,পাওয়া না পাওয়ার অনন্ত অবকাশে।

Post a Comment

Previous Post Next Post