ক্রমাগত ভাঙ্গছে : ড. সুলতান আশরাফী


 


কবে শেষ হবে এই সময়

চড়ের মতোই ভেসে ওঠে বারবার 

আশ্রয় পেয়ে হঠাৎ কানে আসে ভাঙ্গনের ডাক

আমরা জায়গা ছেড়ে দেই

নতুন দিশার খোঁজে বেরিয়ে পড়ি

ক্রমাগত ভাঙ্গনের মতোই 

বাড়তে থাকে আমাদের দুঃখ গুলো। 


অন্ধকার গহ্বরে তলিয়ে যেতে যেতে 

একদিন হয়তো নতুন আশ্রয় মেলে 

সাতকোটি তাঁরার মতো উপেক্ষার চোখ 

চেয়ে থাকে আমাদের গতিপথে 

বাড়িয়ে দেয় জীবনের জটিল সমীকরণ 

ক্রমাগত ভাঙ্গনের মতোই 

বাড়তে থাকে আমাদের দুঃখ গুলো। 


সভ্য সোসাইটির সাগরে সাতার দিতে দিতে 

আমাদের জীবন স্বপ্নের সামিয়ানায় 

ঢেকে ফেলে নিজের স্বরূপ 

তাঁর ভিতরে দারিদ্র্যের গন্ধ ছড়িয়ে পড়ে চারদিক 

এই গন্ধ এড়াতে নাক চিপে রাখতে রাখতে 

ছিড়ে যায় বুদ্ধির স্নায়ুকোষ 

হয়ে উঠি বদ্ধ উন্মাদ 

আবারও ক্রমাগত ভাঙ্গনের মতোই 

বাড়তে থাকে আমাদের দুঃখ গুলো।

Post a Comment

Previous Post Next Post