নারীতে মন : কমল কুমার রায়



নারী তোমার জীবন কঠিন, 

পরিলক্ষিত ভুবন সাম্রাজ্যে।

তব চেতনায় বিকশিত মন,

শিশু থেকে বৃদ্ধ সর্বাগ্রে।

তুমি ধারণ কর গর্বগহ্বর,

লালনায় রূপদানে সৃষ্টি।

ভালোমন্দের নেই যে কোন বিচার,

ভেদাভেদহীন তোমাতে দূরদৃষ্টি। 

তোমার দুগ্ধপানে মনুষ্য জীবনদান,

সংগ্রামের অজুহাতে সন্তানে প্রাণপণ।

 লালন পালনে তুমি বীরত্বের মহীয়সী,

 শত্রু দমনে তুমি কখনো মহিষাসুরমর্দিনী।

 কার্যালয়ে তুমি অতিব কর্মঠ,

  হস্তের গুনে উচ্চপদে আরোহন।

 জল-স্থল গগনে দেশভক্তিতে প্রাণ।

 তিরঙ্গায় জীবনদানে শত্রুকে শ্মশান।

 তোমার সহনশীলতা সংসারে পূর্ণিমা,

 যুগান্তরে দিয়েছো সকলেরে ক্ষমা। 

নারী তুমি নারী থাকো মহাসুখে,

 রক্ষণ প্রাচীর গড়বো  মোরা শপথে।

Post a Comment

Previous Post Next Post