পুরুষ তুমি অবহেলিত লাভা,
তোমাতে অবঞ্জা বিপরীতে সদা।
তুমি যে পুরুষতান্ত্রিক মাথা,
তবুও দমিত মাতৃশক্তিতে যথা।
তোমার অবস্থান গৃহে প্রধান, জনকের আঙিনায় পেয়েছো মান।
কর্তব্যের অবিচলে দৃঢ় লক্ষ্যমান,
সংকটেও জোগাও অন্নের সন্ধান।
কষ্টের মায়াজালে চক্ষুতে জনপ্লাবন,
সন্তানের আগমণে মরুদ্যানের লক্ষণ।
তুমি ফুঁপিয়ে কর রোদন,
অর্ধাঙ্গিনীর আঁচল সিক্ত কুঞ্চন।
তোমার আলতো ভালোবাসার ধরন,
নির্ভেজাল হৃদয়ে সিঁথিতে রঞ্জন।
বেহিসাবী তোমার কর্মসূচির জীবনযাত্রা,
সকলের ঘৃণায় অতিষ্ঠ উচ্চমাত্রা।
সন্তানের নিক্ষেপণ গৃহ থেকে আশ্রম,
কপালমন্দে রাস্তায় পাগলের শ্রম।
তুমি অবিবাহিত জগত সংসারে,
কটুকথার প্লাবন বয়যে চারিধারে।
তোমাতে আপ্যায়ন প্রেমিকার ডাকে,
অর্থযে অবরূদ্ধর হৃদয়ে বাঁকে।
আশঙ্কার আবেশে নিশ্চিত জয়, সফলতার লক্ষ্য মনেতে ভয়।
সংশয় ঘৃণায় জীবনকাল অতিবাহিত,
পুরুষেরও ভালোবাসা আছে যথাযথ।
নমনীয়তায় পুরুষেরে করো আপ্যায়ন,
দৃঢ়তার বার্তায় সফল জীবন যাপন।