আমি জীবন : মহুয়া কুণ্ডু


 


একই কক্ষে পথে ঘুরছি

বনবন করে...

আমি গ্রহ নই,উপগ্রহ নই,

নক্ষত্রও নই....


আমি জীবন!! 


আমার প্রত্যেকটা শ্বাস আটকে 

থাকে, আমার প্রশ্বাসে। 

আমি জীবন খুঁজি,বেঁচে থাকার মানে খুঁজি।

আমি জ্বলন্ত কাঠ হয়ে...


আমি জীবন!! 


অতীতের অগোচরে নিজেকে আয়নায় ঘরে

শিক্ষার বড়াই করে....ভুলেই আবারও ভুল করি।

নিছকই স্রোতে খড়কুটোর মতো ভাসি...

জীবন তো ভাসমান... 


আমি জীবন!! 


আমার ঊর্ধ গামী আকাঙ্খা, হয়তো পতন ই নিশ্চিত 

তবুও পেরিয়ে যেতে চাই হাজার হাজার আলোকবর্ষ দূরে। 

সংশোধন ই হবে ভবিষ্যতের মাশুল.... 

আবারও জন্ম নেবে আরও এক জীবন। 


আমি জীবন!! 


মৃত্যু নিশ্চিত, তবুও বাঁচে জীবন। 

আমি জীবন!!

Post a Comment

Previous Post Next Post