গর্ভস্থ ভ্রূণের মতো ছট্ফট্ করে বর্ণমালারা
কবিতা হয়ে বইয়ের পৃষ্ঠায় প্রাণ পেতে চায়।
জীবন অনিশ্চয়তার আশঙ্কায় আহত হয়
আতঙ্কের গ্রাসে বোবা হয় কলমের নিব।
হঠাতই জীবন হয়ে গেছে অগোছালো,
আনন্দহীন, উদ্বেগময়,ভবিষ্য পিপাষু।
ঘরবন্দী দশায় জীবন যেনো আরও বেশী
করে, অনুভব করে জীবনের মানে।
জীবন এমনই, কখনও কখনও সব কিছু
থেকেও,বড়ো অর্থহীন হয়ে পড়ে।
চারপাশ থেকে না পাওয়া কষ্টরা
গলা টিপে শ্বাস বন্ধ করে দিতে চায়!
পিছু টান ফেলে রেখে অসমাপ্ত জীবন
চলে যেতে চায় না ফেরার দেশে।
কিন্তু চাইলেই কি যাওয়া যায়?
দূর থেকে জীবন বলে,
"শূন্য এ বুকে পাখি মোর ওরে ফিরে আয় ফিরে আয়"
Tags:
বাংলা কবিতা
