আঁধারের গায়ে গায়ে কাল তৃষ্ণার্ত নদী
ঘনিয়ে এলো পশ্চিমের কিনারা ঘিরে,
বেজেছে কালের পায়ে নুপুর ধ্বনি ৷
ছায়া যুদ্ধে ক্লান্ত সৈনিক আমি ভগ্নহৃদয় -
আশ্রয়ে ফিরে আসি পিপাসার টানে ৷
স্বার্থত্যাগের মানচিত্রে নতুন বিন্যাস |
গ্রহণ লেগেছে আজ অন্তরালে ৷
তবু জেগে উঠেছে কোটি নক্ষত্র নতুন সাজে ,
ঘন নিঃশ্বাস বাষ্প হয়ে জমেছে তমসার আচ্ছাদনে ৷
অদূরে জয়-পরাজয় দ্বন্দ চলে অলিন্দ অন্ধকারে ৷
নগ্ন পিঠে নখের ক্ষত উল্কাপাতের স্মৃতি |
দেহ ঢাকনার আড়ালে চলে শীতল আঙুল প্রবাহ |
এ শুধু সময় প্রবাহ অভিনয়ে নিয়ম ভাঙা-
আরো কিছুকাল রবো নিজেরে লয়ে,
তার পর অদৃশ্য হব স্মৃতির অন্তরালে ৷
অহংকারে বসেছি আজ কালের পাশা ঘরে ৷
দুপাশে অতীত ভবিষ্যৎ বসেছে সঙ্গী ছলে,
পশ্চাদে আগত চালের মহড়া চলে সন্দেহে,
আমার অবয়ব শুধু প্রত্যক্ষ রইল ধ্বংসের আবহমানে ৷
এভাবে তলিয়ে যেতে চাই আজ নিঃশব্দে রাঙামাটির গভীর অতলে ৷
