যখন -
টুকরো স্মৃতির
ধূসর অবগুণ্ঠন খুলি,
অজস্র অভিমান উঁকি মারে।
ভাঙা স্বপ্নের টুকরো সাজাই যতনে...
জোড়া লাগাবার ব্যর্থ প্রয়াস ব্যঙ্গ করে!
ফিরে দেখার ইচ্ছে নিয়ে ছলনার ভারে -
সাঙ্গ করি উপাচার নিশীথ যাপনে।
উত্তর খুঁজি কালের গভীরে,
ছন্দহীন ব্যথার পাঁচালী -
মননে অস্থির
তখন।
Tags:
বাংলা কবিতা
