নিজেকে ভাবে যে মস্ত চালাক
তার মতো কেউ বোকা নেই,
আত্মীয় স্বজনই এমনটা হয়
জোর কোরে ভুল বোঝাবেই।
থাক না বাবা নিজের মতো
নিজের হাঁড়ির ভাত খেয়ে,
আসিস কেন বোকার মতো
বুদ্ধিতে সান না দিয়ে?
Tags:
বাংলা ছড়া
নিজেকে ভাবে যে মস্ত চালাক
তার মতো কেউ বোকা নেই,
আত্মীয় স্বজনই এমনটা হয়
জোর কোরে ভুল বোঝাবেই।
থাক না বাবা নিজের মতো
নিজের হাঁড়ির ভাত খেয়ে,
আসিস কেন বোকার মতো
বুদ্ধিতে সান না দিয়ে?