দ্যাশটো নাকি স্বাধীন ব্যাটে,
আমরা কুছুই বুঝতে লারি।
খাবার লেগে, বাঁচার লেগে,
যেতে হয় সেই লুকের বাড়ি।
না খাটলে পয়সা কুথা!
একদিনও জিরেন নাই,
লুকে যখন ডাকবে তখন,
দু পয়সা হাতে পাই।
বলছে লুকে সুবারই দেশ,
আমরা নাকি সুবাই সুমান,
পাবার বেলা কুথা বা কি?
দিনে রেতে জ্বলছে জান।
উরা সুবাই পতকা উড়োয়,
বলছে তুরাও আয় কাছে,
কাছে যেঁয়ে কি করবো?
আমাদের কি ভাগ আছে?
খেটে খেটে মরছি সুবাই
টাকা জুটে আবার জুটে না,
সুবাই জানে শুকনো ডালে
কুনুই ফুল ফুটে না।
কাজের কাজ করাবি
টাকার ভাগ কি সমান দিবি?
ঠান্ডা ঘরে বসে তুরা
বেশি ভাগটো আগেই লিবি।
তুরা উড়ো রঙ পতকা
আমরা উড়োঁয় করব কি?
সাজ জুটে না লাজ কাটে না
মাড় ভাতে কি জুটবেক ঘি?
Tags:
বাংলা কবিতা
