পূর্ণ স্বাধীনতা : পবিত্র জ্যোতি মন্ডল


 

দাসত্ব আজও হয়নি মোচন, 

যতই ভাবি স্বাধীন ! 

অদৃশ্য কিছু শক্তির কাছে

আমরা যে পরাধীন। 


খিদের জ্বালা নেয়নি বিদায়, 

এখনো এদেশ ছাড়ি।

ফুটপাত আর প্লাটফর্ম জুড়ে

কত মানুষের বাড়ি ! 


দারিদ্র্য সীমার তলানিতে ঠাঁই

সাড়ে তেরো কোটি ! 

ভাগ্যে সবার জোটে না তাদের, 

'কাপড়-মকান-রোটি'। 


শিক্ষার নামে গণ-টোকাটুকি

কেনাবেচা চলে ডিগ্রি ! 

অশিক্ষা মুক্ত হয়নি সমাজ–

পয়সাতে মাথা বিক্রি। 


বেকার যুবক হয়নি আজাদ, 

স্বপ্ন দেখে না আর। 

ঘুষের টাকা হয় নি জোগাড়, 

হাতে-পায়ে ধরে কার? 


পণের টাকা ঋণ করে এনে–

কনের বিয়ের চুক্তি। 

নীল চাষে যেন নিয়েছে দাদন, 

হয় না পিতার মুক্তি। 


ধর্মের নামে গণ্ডি কেটে যে, 

বন্দী হয়েছি নিজে। 

ভুলতে বসেছি 'মান-হুঁশ' ছিল

মানব জাতির বীজে। 


আজ পঁচাত্তরেও নাবালক কেন, 

সাবালক হব কবে? 

যেদিন দাসত্বহীন প্রকৃত স্বাধীন

আমার এ দেশ হবে।

Post a Comment

Previous Post Next Post