তোমার নিঃশ্বাস তোমার প্রশ্বাস আমার বুকে
আমার বুকে ফুটে ওঠে ধ্বনি।।
তোমার মূল্য প্রেম , তোমার মধুর ভাষা
আমার প্রাণের জীবন বাণী।।
তোমার ফুলের মতো ফুটে ওঠা জীবন
আমার প্রাণে হয়েছে মিলবন্ধন।।
তোমার মন হরনি খোলা চোখের তাকানী
আমার চোখের আয়নায় ছোড়ায় লাবনী।।
সোনালী দিনের মতো উদ্ভাসিত
পূর্নিমা রাতের মতো বিকশিত।।
তুমি যে আমার সজনী
আমার চোখের মনি।।
Tags:
বাংলা কবিতা
