বিষাক্ত প্রেম : কমল কুমার রায়



মনেতে তৈরি হয়েছে চাপা বারুদী ঢিবি,

সত্যকে মানবো না গুজবে হব আজনবি।

ভালবাসার সরলীকরনে করেছিলাম আপন, 

এখন সেটাই ছিল কারণ মোর পতন।


মেঘের ঘনঘটায় কালোর অশনিসংকেত, 

আলোর চমকানিতে শিহরিত ধরিত্রীর ক্ষেত। 

বারির মুষলধারায় সিক্ত সবুজ,

আনমনে অজান্তে হৃদয়ে আসে সুখ অবুঝ।


ছলনার অজুহাতে বুকেতে দিয়েছিলে শিহরণ,

কম্পন অনুভূত হৃদয় সাদরে গ্রহণ।

গাঢ়ত্বের ফাঁদ বন্ধুত্বের নয়া সমীকরণ,

অবুঝ মনের নেইকো বিচার্য সততাই বর্ণন।


ঘাত প্রতিঘাতের কুঠারে ক্ষত হবেই একসময়,

প্রাণপ্রিয় হৃদয় যতই যত্নে রেখো সবসময়। 

তোমার বেলেল্লাপনার বেহিসাবি জীবনযাপন,

সুন্দর মনে বিষাক্ত গরলের অতি সংক্রমণ।


ভালবাসার অবহেলা তুচ্ছতায় করো সম্ভাষণ,

ধমনীর রক্তপ্রবাহে ঘটে উচ্চতরঙ্গের ত্বরণ।

সংযমে নিজেকে নিয়েছি সরায়ে অন্তরালে,

ছদ্দবেশী বিষাক্ত প্রেমের মুখোশের উন্মোচন কালে।


উপলব্ধির অনুভূতিতে হয়েছি নির্মম,

পদদুটি সর্বদা মাটিতে রাখবো বাস্তবকে দেবো দাম ।

Post a Comment

Previous Post Next Post