মন কেন বেখেয়ালি হয় জানি না।
এলোমেলো হাওয়াই কেন মাতাল হয় বুঝি না।
কি জানি কিসের ছোঁয়ায় আমি আজ দিশেহারা
কোন আবেশে আমি হয়েছি মাতোয়ারা।
খুঁজি তার কারন সারাক্ষণ সারাক্ষণ....
কেউ তো হবে একজন
যার অপেক্ষায় আমি থাকি
আর কল্পনায় ছবি আঁকি।
আমি যেন বাস্তব বলে
ভেসে যাই ভাবনার জগতে।।
সে এসে আমার হাত দুটি ধরে
মুচকি হাসি হাসতে হাসতে...
ভালো লাগে আমার সবকিছু
সাগরের ঢেউ আর পাখিদের কোলাহল,
আর অচেনা ওই ঝলমলে হাসির ঝলক
যা দেখে আমার চোখে পড়ে না পলক।
বড় ভালো লাগে তা ভেবে বড় ভালো লাগে।
আকাশের রামধনু রঙ ছড়িয়ে পড়েছে তার আঁচলে
ইশারায় সে যেন ডাকে আমায়
দুচোখ ভরা কাজলে
শুধু যেন মনে হয় সে কিছু বলতে চায় ডেকে
একাকী গোপনে আপন করে আমাকে।
অতীত থেকে ভবিষ্যতের পথে
শুধু তার অপেক্ষায় আছি।
কেউ তো হবেএকজন যার কারণে
রাতের আকাশ সেজেছে ঝলমলে তারাই
পৃথিবী সেজেছে রঙিন ফুলে ফুলে।
মনে জাগে আশা সামনে এলে
সাজাই আমি তাকে
লজ্জা ভরা মুখ তুলে।
জানি না কেন সে আসে বারেবারে
আমার সকল ভাবনার মাঝে
হাওয়ার মতো দোলা দিয়ে যায়
একটুখানি হেসে।
জানি একদিন পাব তার দেখা
সেদিন ভুলে যাব সকল মনের ব্যথা।

